অত্র বিদ্যালয়টি ১৯৯৭ ইং সালে এলাকাবাসীর সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়ে ২০০০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্তরে এম,পি, ভুক্তি হয়। ২০১০ইং সালে মাধ্যমিক বিদ্যালয় স্তরে এম,পি, ভূক্তি হয় এবং ২০০৩ইং সালে প্রথম এস,এস,সি পরিক্ষায় অংশ গ্রহন করে।
আসামপাড়া, সাসামপাড়া হাওর, সানকীভাঙ্গা, নয়াগাঙ্গেরপাড়, ছৈলাখেল ৮ম খন্ড, ছৈলাখেল ৯ম খন্ড, পার্শ্ববর্তী গ্রামের জনসাধারনের সন্তানদের শিক্ষিত করার লক্ষে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ৩নং পূর্বজাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান লেবু সাহেবের নেতৃত্বে অত্র বিদ্যালয়টি ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত করেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৯৫ | ১২৫ | ২২০ |
৭ম | ৭৫ | ৮৩ | ১৫৮ |
৮ম | ৫৮ | ৫০ | ১০৮ |
৯ম | ৯৪ | ১১৮ | ২১২ |
১০ম | ৫৩ | ৪৪ | ৯৭ |
মোট | ৩৭৫ | ৪২০ | ৭৯৫ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ ফজলুল হক | সভাপতি |
০২ | মোঃ ছরোয়ার হোসেন | দাতা সদস্য |
০৩ | মোঃ রফিকুল ইসলাম | শিক্ষানুরাগি সদস্য |
০৪ | মোঃ রমজান আলী | অভিভাবক সদস্য |
০৫ | মোঃ ছবুর | অভিভাবক সদস্য |
০৬ | মোঃ আব্দুল রহিম খান | অভিভাবক সদস্য |
০৭ | মোঃ জাকির হোসেন খান | অভিভাবক সদস্য |
০৮ | মর্জিনা আক্তার | অভিভাবক সদস্য |
০৯ | শফিকুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
১০ | এবাদত হোসেন তরফদার | শিক্ষক প্রতিনিধি |
১১ | মোছাঃ নাছরিন নাহার | শিক্ষক প্রতিনিধি |
১২ | মোঃ ছরোয়ারদী | প্রধান শিক্ষক/সম্পাদক |
ভিবিন্ন গ্রাম খেকে পায়ে হেটে, বাই সাইকেলে, মটর সাইকেলে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস