পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।
পূর্ব জাফলং ইউনিয়ন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্যতম ইউনিয়ন। এই ইউনিয়ন প্রাকৃতিক সুন্দর্যে ভরপুর। এই ইউনিয়নে রয়েছে বল্লাঘাটে পাথর কোয়ারী ও তামাবিলে কয়লা আমদানির বিপুল সমাহার। এখানকার পাথর ও কয়লার গুনগতমান ভাল হওয়ায় সারা দেশে এর চাহিদা অনেক বেশী। পূর্ব জাফলং এর পাথর ও কয়লা দেশের সিংহ ভাগ চাহিদা পুরন করে থাকে। এই ইউনিয়নের অধিকাংশ লোক বিদেশে অবস্থান করে দেশের অর্থনিতীতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই ইউনিয়নের বল্লাঘাটে রয়েছে এক আকর্ষণীয় দর্শনিয় স্থান। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দর্শনিয় স্থান দেখতে আসে। এখানকার পাহাড়ি ঝরনা ও ভারতের ডাউকি নদীর ঝুলন্ত ব্রিজ পর্যটকদের বারবার টেনে আনে।
১। ইউনিয়নের নামঃ- ৩নং পূর্বজাফলং ইউনিয়ন।
(ক) আয়তনঃ ৪৮ বর্গ কিলোমিটার।
সীমানাঃ-পূর্বে জৈন্তাপুর উপজেলা, পশ্চিমে পশ্চিম জাফলং ইউ/পি, উত্তরে ভারত, দক্ষিনে আলীর গাঁও ইউ/পি।
(খ) জনসংখ্যাঃ- ৫৮৩২০ জন।
পুরুষ- ২৯৮৩০ জন।
মহিলা- ২৮৪৯০ জন।
(গ) গ্রামের সংখ্যাঃ- ৪৪টি।
(ঘ) মৌজার সংখ্যাঃ- ২০টি।
খানার সংখ্যাঃ- ৭৫৯৭টি।
ভোটার সংখ্যাঃ- ২৫৩২০ জন, পুরুষ-১২৩৭৩ জন, মহিলা-১২৯৪৭জন।
(ঙ) হাটবাজারঃ- ৬টি।
(চ) বালুমহালঃ- ২টি।
(ছ) জলমহালঃ-৪টি।
(জ) পাথরমহালঃ- ১টি।
(ঝ) শিক্ষার হারঃ- ২৮.৮১%
সরকারি প্রাথমিক বিদ্যালয়-১২টি।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি।
মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা- বেসরকারি ৩টি।
(ঞ) মাদ্রাসার সংখ্যাঃ- আলীয়া ২টি, কওমি ৬টি,
(ট) ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যাঃ- মসজিদ ৬৬টি, মন্দির ১৯টি,
(ঠ) রাস্তা ও সড়কের পরিমানঃ- পাকা ১৫.৬কিঃমিঃ, কাচাঃ- ৩৫.৪০ কিঃমিঃ
(ড) সক্ষম দম্পতির সংখ্যাঃ-৮৬০৫ জন।
(ঢ) ব্যাংকের শাখার সংখ্যা ও নামঃ- ১টি অগ্রণী ব্যাংক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস