স্বাস্থ্যকর্মসূচীঃ
ইপিআইকর্মসূচীঃ
· কর্মসূচীরনামঃ সম্প্রসারিত টিকা দানকর্মসূচী
· কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্যকর্মী।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃকঃ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্ যসংস্থা।
-লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের ০৮ টি রোগের বিরম্নদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল এর মাধ্যমে রাতকানারোগ ও অপুষ্টি প্রতিরোধ। মায়েদেরকে টি টি টিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুরটি টেনাস প্রতিরোধ ব্যবস্থা । মায়েদের-কেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পুরন ।মূললক্ষ্য হচ্ছে, শিশু ভোগামিত্ম এবং মৃত্যু হার কমানো।
· আওতা ভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং০- ৬০ মাস বয়সী সকল শিশু।
ইওসিকর্মসূচীঃ
· কর্মসূচীর নামঃ প্রসুতিসেবা
· কর্মসূচী বাস্তবায়নকারীঃ উপজেলাস্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং ইওসি অমত্মর্ভুক্ত হাসপাতাল সমূহের ডাক্তার ও নার্স।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী- স্বাস্থ্য ও পঃকঃ মন্ত্রণালয়, ইউনিসেফ।
· লক্ষ্যওপদ্ধতি- নিরাপদ মাতৃত্ব,বিপদমুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যুহার কমানো।
· আওতা ভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী- সকল গর্ভবতীমা।
এ আর আইকর্মসূচীঃ
· কর্মসূচীর নাম- এ আর আই।
· কর্মসূচী বাস্তবায়নকারীঃ তত্বাবধায়ক/ উপজেলাস্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার,
চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী- স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ।
· লক্ষ্য ও পদ্ধতি- শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল শিশু।
টি বি এবং লেপ্রোসী কন্ট্রোল কর্মসূচীঃ
· কর্মসূচীর নামঃ যক্ষ্মা ও লেপ্রোসী কন্ট্রোল কর্মসূচী।
· কর্মসূচী বাসত্মবায়নকারীঃ ব্র্যাক এবং স্বাস্থ্যবিভাগ যৌথভাবে।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়।
· লক্ষ্য ও পদ্ধতিঃ মূল লক্ষ্য হচ্ছে ও পেনকেইস সনাক্ত করে চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগের বিসত্মার
নিয়ন্ত্রনকরা।
· আওতাভুক্ তসুবিধাভোগী জনগোষ্ঠীঃ বাংলাদেশের সকল জনগোষ্ঠী।
আর্সেনিক কর্মসূচীঃ
· কর্মসূচীর নামঃ আর্সেনিকোসিস রোগ নির্ণয় কর্মসূচী।
· কর্মসূচী বাস্তবায়নকারীঃ উপজেলাস্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্যকর্মী।
· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়।
· লক্ষ্য ও পদ্ধতিঃ মূল লক্ষ্য হচ্ছে আর্সেনিকোসিস রোগ নির্ণয় এবং তাহার চিকিৎ সাপ্রদান।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল জনগোষ্ঠী।
এছাড়া ও অন্যান্য সকল ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রি চিকিৎসার হটলাইন
সিলেট জেলার স্বাস্থ্য সেবাকেন্দ্রের হটলাইনঃ
ক্রমিক নং | হাসপাতালের নাম | হটলাইন নম্বর |
১ | এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল | ০৮২১-৭১৩৫০৬, ০৮২১-৮১৪৬৫৫ |
২ | বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৪৯ |
৩ | বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫০ |
৪ | বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫১ |
৫ | কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫২ |
৬ | ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫৩ |
৭ | গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫৪ |
৮ | গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫৫ |
৯ | জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫৬ |
১০ | কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫৭ |
১১ | জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৭৫৮ |
১২ | দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট। | ০১৭৩০-৩২৪৮৭৯ |
১৩. | সদর হাসপাতাল, সিলেট | ০৮২১-৭১৩৫০৬, ০৮২১-৭১৫৫০২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস